উদরগত মেদ অপসারণ করার কিছু উপায়
Page 1 of 1 • Share •
উদরগত মেদ অপসারণ করার কিছু উপায়
আমি মোটামুটি নিশ্চিত যে সবাই তাদের উদরগত মেদ কমাতে আগ্রহী। আমি নিজেও অনেক বেশি আগ্রহী। কিন্তু মেদ তৈরি করা যত সহজ কাজ, তা অপসারণ করা মোটেই সহজসাধ্য কাজ নয়। যাহোক, মেদ কমানো অনেক কারণে জরুরি। সবচেয়ে বড়ো কারণটি হলো, মেদ ভুঁড়ির কারণে পুরো শারীরিক গঠন অসুন্দর হয়ে উঠে। এছাড়াও এটি নানা রোগের কারণ হয়ে দাড়ায়। আমার নিজের মেদ দিনকে দিন এতোই বেশি রকম করে বেড়ে উঠছে যে, চিন্তায় চিন্তায় আমার ঘুমের পরিমাণ বেড়ে যাচ্ছে। দিন রাত খাচ্ছি আর ঘুমাচ্ছি। একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছি। আর যারা আমার মতো ২৪ ঘণ্টা বাসায় থাকো, এবং শারীরিক পরিশ্রমের কাজ থেকে নিজেকে যতদূর সম্ভব দূরে রাখো, তাদের জন্য জিনিসটা ভয়ংকর। কারণ তাদের মেদ বাড়তে শুরু করলে ওটা বাড়তেই থাকে। আমি খুবই চিন্তিত যে কোনদিন আমার আকৃতি ফুটবল হয়ে যায়। মোটা মানুষ খুব বেশি খারাপ নয় দেখতে, এমনকি আমি নিজেও একসময় মোটা হতে চেয়েছি, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো মেদ ভুঁড়ি। তুমি মোটা হও কোন সমস্যা নেই, যদি তোমার একটা মোটা ভুঁড়ি না থাকে, তাহলে তুমি যথেষ্ট সুন্দর দেখতে হবে। তো আমি কিভাবে মেদ ভুঁড়ি কমানো যায় তার উপর বেশ কিছু পড়াশোনা করে ফেললাম ইতিমধ্যে। তোমাদের সাথে শেয়ার করছি যাতে, যারা আমার মতো ভুঁড়িওয়ালা তারা আমার সাথে অংশগ্রহণ করতে পারো, ভুঁড়ি কমানোর প্রতিযোগিতায়। যার ভুঁড়ি যত তাড়াতাড়ি কমবে তার পয়েন্ট বেশি। আমি আশা করছি, আমার পয়েন্ট সবচেয়ে কম হবে।
১. যতটুকু খাও তার চেয়ে বেশি ক্যালোরি বার্ণ করো: আমি জানি তুমি যা খেতে পছন্দ করো তা তোমার পক্ষে না খেয়ে থাকা কষ্টকর। আমি তা পারি না। এক্ষেত্রে সহজ উপায় হলো, তুমি যা খাও সাধারণত, তাই খাবে, কিন্তু ইনটেক একটু কমাতে হবে আর যা খাও তার পুরোটাই খরচ করে ফেলতে হবে। তুমি যদি প্রতিদিন ১০০ ক্যালোরি বেশি খাবার খাও তাহলে তা তোমার ৫ কেজি ওজন বাড়িয়ে দেবে। কাজটি খুব বেশি কঠিন নয়, ব্যাপারটি এমন নয় যে তোমাকে না খেয়ে থাকতে হবে। তুমি খাও, কিন্তু খেয়াল রাখতে হবে যে, সেটি যেন কম ক্যালরি যুক্ত হয়। ক্যালরি হিশেব করার জন্য অনলাইনে প্রচুর হেল্প পাবে। তোমাকে শুধু ট্র্যাক রাখতে হবে যা খাচ্ছো, তা তোমার শরীরের চাহিদার চেয়ে কম। এই কাজটি করবে যখন তুমি মেদ কমাতে চাঁচ্ছ। যখন তোমার মেদ কমে ঠিক ঠাক হয়ে যাবে তখন শুধু অতিরিক্ত কিছু খাবে না, সেটি খেয়ার রাখলেই হবে।
২. নিয়মিত ব্যায়াম: এইটির কোন বিকল্প নেই। তোমাকে একটু ব্যায়াম করতেই হবে তোমার শরিরটাকে ঠিক ঠাক রাখতে হলে। তুমি যেহেতু কম খাচ্ছ, এবং একটু ব্যায়াম করলে মেদ গুলোকে বার্ণ করতে এটি সাহায্য করবে, এতে করে তুমি আরো তাড়াতাড়ি মেদ কমাতে পারবে। আমার পরামর্শ হলো, তুমি একটু হাঁটো প্রতিদিন। লিফট না উঠে তুমি সিঁড়ি ব্যাবহার করতে পারো। রিক্সা পরিহার করতে পারো। এতে করে তোমার বেশ কিছু টাকা যমে যাবে যাতে করে মাস শেষে তুমি একটা গ্রাফিক্স কার্ড কিনতে পারবে, এবং একদম নতুন যে গেইমটি এসেছে সেটি তোমার কম্পিউটারে খেলতে পারবে। আর যদি গেইম খেলতে না চাও, মাস শেষে টাকাগুলো আমাকে দিয়ে দিতে পারো। আমাদের একটা ফেইসবুক গ্রুপ আছে, নাম FootPrints যার কাজ হলো স্ট্রিট চাইল্ডদের সাহায্য করা। আমি তোমার টাকা গুলো সেখানে খরচ করতে পারি।
৩. খাবার তালিকা নির্ধারণ: তুমি যেহেতু কম খাচ্ছো এবং নিয়মিত ব্যায়াম করছো, সুতরাং তোমার মেদ বার্ণ হচ্ছে, এখন সেটি যদি আরো ইফিসিয়েন্ট করতে চাও তাহলে তুমি তোমার খাবার তালিকা নির্ধারণ করতে পারো। খাবারের মধ্যে ভ্যারিয়েশান আনতে পারো। কিছু কিছু খাবার আছে যেগুলো অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে। তুমি সেগুলো পরিহার করতে পারো। ড্রিংকস পরিহার করা খুব ভাল আইডিয়া। আইসক্রিম আমার খুবই পছন্দ। সপ্তাহে যদি প্রতিদিন আইসক্রিম খাও, তাহলে সেটি কমিয়ে আন। মাখন, পনির, তেল ও ঘি সমৃদ্ধ খাবার একেবারেই কমিয়ে দেয়া উচিত।
আপাতত এইটুকুই। আশাকরি তুমি ইতিমধ্যে মেদ ভুঁড়ি কমিয়ে ফেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছো। অল দ্যা বেস্ট।
১. যতটুকু খাও তার চেয়ে বেশি ক্যালোরি বার্ণ করো: আমি জানি তুমি যা খেতে পছন্দ করো তা তোমার পক্ষে না খেয়ে থাকা কষ্টকর। আমি তা পারি না। এক্ষেত্রে সহজ উপায় হলো, তুমি যা খাও সাধারণত, তাই খাবে, কিন্তু ইনটেক একটু কমাতে হবে আর যা খাও তার পুরোটাই খরচ করে ফেলতে হবে। তুমি যদি প্রতিদিন ১০০ ক্যালোরি বেশি খাবার খাও তাহলে তা তোমার ৫ কেজি ওজন বাড়িয়ে দেবে। কাজটি খুব বেশি কঠিন নয়, ব্যাপারটি এমন নয় যে তোমাকে না খেয়ে থাকতে হবে। তুমি খাও, কিন্তু খেয়াল রাখতে হবে যে, সেটি যেন কম ক্যালরি যুক্ত হয়। ক্যালরি হিশেব করার জন্য অনলাইনে প্রচুর হেল্প পাবে। তোমাকে শুধু ট্র্যাক রাখতে হবে যা খাচ্ছো, তা তোমার শরীরের চাহিদার চেয়ে কম। এই কাজটি করবে যখন তুমি মেদ কমাতে চাঁচ্ছ। যখন তোমার মেদ কমে ঠিক ঠাক হয়ে যাবে তখন শুধু অতিরিক্ত কিছু খাবে না, সেটি খেয়ার রাখলেই হবে।
২. নিয়মিত ব্যায়াম: এইটির কোন বিকল্প নেই। তোমাকে একটু ব্যায়াম করতেই হবে তোমার শরিরটাকে ঠিক ঠাক রাখতে হলে। তুমি যেহেতু কম খাচ্ছ, এবং একটু ব্যায়াম করলে মেদ গুলোকে বার্ণ করতে এটি সাহায্য করবে, এতে করে তুমি আরো তাড়াতাড়ি মেদ কমাতে পারবে। আমার পরামর্শ হলো, তুমি একটু হাঁটো প্রতিদিন। লিফট না উঠে তুমি সিঁড়ি ব্যাবহার করতে পারো। রিক্সা পরিহার করতে পারো। এতে করে তোমার বেশ কিছু টাকা যমে যাবে যাতে করে মাস শেষে তুমি একটা গ্রাফিক্স কার্ড কিনতে পারবে, এবং একদম নতুন যে গেইমটি এসেছে সেটি তোমার কম্পিউটারে খেলতে পারবে। আর যদি গেইম খেলতে না চাও, মাস শেষে টাকাগুলো আমাকে দিয়ে দিতে পারো। আমাদের একটা ফেইসবুক গ্রুপ আছে, নাম FootPrints যার কাজ হলো স্ট্রিট চাইল্ডদের সাহায্য করা। আমি তোমার টাকা গুলো সেখানে খরচ করতে পারি।
৩. খাবার তালিকা নির্ধারণ: তুমি যেহেতু কম খাচ্ছো এবং নিয়মিত ব্যায়াম করছো, সুতরাং তোমার মেদ বার্ণ হচ্ছে, এখন সেটি যদি আরো ইফিসিয়েন্ট করতে চাও তাহলে তুমি তোমার খাবার তালিকা নির্ধারণ করতে পারো। খাবারের মধ্যে ভ্যারিয়েশান আনতে পারো। কিছু কিছু খাবার আছে যেগুলো অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ করে। তুমি সেগুলো পরিহার করতে পারো। ড্রিংকস পরিহার করা খুব ভাল আইডিয়া। আইসক্রিম আমার খুবই পছন্দ। সপ্তাহে যদি প্রতিদিন আইসক্রিম খাও, তাহলে সেটি কমিয়ে আন। মাখন, পনির, তেল ও ঘি সমৃদ্ধ খাবার একেবারেই কমিয়ে দেয়া উচিত।
আপাতত এইটুকুই। আশাকরি তুমি ইতিমধ্যে মেদ ভুঁড়ি কমিয়ে ফেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছো। অল দ্যা বেস্ট।
_________________________________________________________________
Code Explosion Blog | Code Explosion Wiki | The Rokonoid | নির্ঝরিণী
BIT0112-Rokon- Programmer
- Course(s) :
- BIT
Blood Group : O+
Posts : 673
Points : 1269
BIT0122-Amit- Founder
- Course(s) :
- BIT
Blood Group : O+
Posts : 4187
Points : 6605
Re: উদরগত মেদ অপসারণ করার কিছু উপায়
This is probably the funniest joke ever made in the god’s green earth for me.
_________________________________________________________________
Code Explosion Blog | Code Explosion Wiki | The Rokonoid | নির্ঝরিণী
BIT0112-Rokon- Programmer
- Course(s) :
- BIT
Blood Group : O+
Posts : 673
Points : 1269
Re: উদরগত মেদ অপসারণ করার কিছু উপায়
আচ্ছা, কিছু না করে ভুড়ি কমানোর একটা উপায় বের কর না!
আমি গিনিপিগ হইতে রাজি।
আমি গিনিপিগ হইতে রাজি।
BIT0120-ধ্রুব- Release Candidate
- Course(s) :
- BIT
Blood Group : O+
Posts : 191
Points : 833
Re: উদরগত মেদ অপসারণ করার কিছু উপায়
উপায় আছে, বিস্তারিত পরে হবে...
_________________________________________________________________
Buddhong shoronogocchami..
dhommong shoronogocchami..
shonghong shoronogocchami..
Jogoter sokol prani.. shukhi hok.
BIT0104-ANIK- Administrator
- Course(s) :
- BIT
Blood Group : O+
Posts : 423
Points : 699
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» Cisco EHWIC SFP/GE WAN Card
» Huawei S1700-28GFR-4P-AC Price
» teach yourself C++ / Herbert Schildt Solutions
» teach yourself c by herbert schildt pdf
» ASA 5506X With Firepower ASA5506-K9
» New Trends in Deal Business
» PoE Power Allocation for WS-C2960S-24PS-L
» How to cure back pain